ঢাকা শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
রাজবাড়ী সদরের দাদশী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে নতুন কমিটি
  • মাহফুজুর রহমান
  • ২০২০-১২-২১ ১৪:৫১:৪৩

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

  গতকাল ২১শে ডিসেম্বর বিকালে দাদশী বাজারে এই সম্মেলনের আয়োজন কবরা হয়। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ রুহুল আমিনের সঞ্চালনায় সম্মেলনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া, যুগ্ম-সম্পাদক ইসমাইল মোল্লা, মোকলেসুর রহমান, রাজবাড়ী পৌর ছাত্রলীগের সভাপতি আরফানুল হক অন্তর, সাধারণ সম্পাদক রিয়াদ রায়হান ইফতি, রাকিবুল হোসেন ও সাজিদ মাহমুদ খায়রুল প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত করে সম্রাট প্রামানিককে সভাপতি, নাঈম সরদারকে সাধারণ সম্পাদক, আবু সালেহকে সহ-সভাপতি এবং জুয়েল খান ও রাতুলকে যুগ্ম-সম্পাদক করে ৫সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।  

রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা  তোফাজ্জেলের বিরুদ্ধে পৌর কর্মচারীদের বিক্ষোভ
চন্দনীতে গৃহবধু তামান্না হত্যার ঘটনায় পুলিশ সদস্যর গ্রেফতার ফাঁসির দাবিতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ