ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, বিপিএম(সেবা) গত ২০শে ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে আলফাডাঙ্গা উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মধুমতি নদীর তীরবর্তী এলাকায় ও সাড়ে ১০টার দিকে বোয়ালমারী রেলওয়ে স্টেশনে দুস্থ-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় ফরিদপুর জেলা পুলিশের ডিআইও-১ আনোয়ার হোসেন, আলফাডাঙ্গা থানার ওসি রেজাউল ইসলাম, বোয়ালমারী থানার ওসি নুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।