ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বালিয়াকান্দির জামালপুর বাজারস্থ কুঞ্জলাল স্মৃতি সংঘের জমি জোরপূর্বক দখল করে ঘর উত্তোলন
  • আতিয়ার আতিক
  • ২০২০-১২-২২ ১৩:০৬:০৫

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারস্থ কুঞ্জলাল স্মৃতি সংঘের জমি জোরপূর্বক দখল করে ঘর উত্তোলন করছে পার্শ্ববর্তী ফরিদপুরের মধুখালী উপজেলাধীন রুকনীপাড়া গ্রামের সন্তোষ কুমার পাল নামে এক প্রভাবশালী ব্যক্তি।

  সরেজমিনে গিয়ে দেখা যায়, জামালপুর বাজার বণিক সমিতির অফিস সংলগ্ন কুঞ্জলাল স্মৃতি সংঘের জমি জোরপূর্বক দখল করে ঘর উত্তোলনের কাজ চলছে। 

  এ ব্যাপারে জামালপুর বাজারের ব্যবসায়ী ও সুধীজনেরা জানান, জমিটি অনেক মূল্যবান হওয়ায় অবৈধভাবে দখলের উদ্দেশ্যে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় সন্তোষ কুমার পাল সেখানে ঘর উত্তোলন করছে। 

  অপরদিকে সন্তোষ কুমার পাল বলেন, আমার ব্যবসার কাজে ব্যবহারের জন্য চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আমি শুনে ঘর উত্তোলন করছি।

  জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার জানান, জমিতে ময়লা-আবর্জনা থাকায় পার্শ্ববর্তী দোকানদার সন্তোষ কুমার পাল ঐ জায়গা পরিষ্কার করে মাল রাখার জন্য ঘর উত্তোলন করার কথা বললে আমি তাকে ঘর উত্তোলন করতে বলেছি। কর্তৃপক্ষের প্রয়োজনে ঘর সরিয়ে নেয়া হবে।

  উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার বলেন, জামালপুর বাজারস্থ কুঞ্জলাল স্মৃতি সংঘের জমি কেউ অবৈধভাবে দখল করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ সাপেক্ষে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ