ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে
  • মইনুল হক মৃধা
  • ২০২০-১২-২২ ১৩:০৮:৪৩
ঘন কুয়াশার কারণে গতকাল ২২শে ডিসেম্বর ভোর সাড়ে ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে -মাতৃকণ্ঠ।

ঘন কুয়াশার কারণে গতকাল ২২শে ডিসেম্বর ভোর সাড়ে ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে। এ সময় দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রী ও পণ্যবাহী বিপুল সংখ্যক যানবাহন সিরিয়ালে আটকা পড়ে। 

  বিআইডব্লিটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহবুব হোসেন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়তে ভোর সাড়ে ৬টা থেকে ফেরী চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমে যাওয়ার পর সকাল ১০টা থেকে পুনরায় ফেরী চলাচল শুরু করা হয়। পারাপারের ক্ষেত্রে যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দেয়া হয়। 

  উল্লেখ্য, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে বর্তমানে ছোট-বড় ১৬টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ