ঢাকা রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
টিভিতে সরাসরি কোভিড-১৯ ভ্যাকসিন নিলেন বাইডেন
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২০-১২-২২ ১৩:২৩:০২

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন জনগণকে টিকা নিতে উৎসাহিত করতে গত সোমবার টেলিভিশন ক্যামেরার সামনে সরাসরি কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন। খবর এএফপি’র।

  প্রেসিডেন্টের ট্রানজিশন টিম জানায়, ৭৮ বছর বয়সী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন দেলাওয়ারের নিউইয়ার্কে ক্রিসশিয়ানা হসপিটালে ফাইজারের তৈরি ভ্যাকসিন গ্রহণ করেন। এর স্বল্প সময় আগে তার স্ত্রী জিলও এ ভ্যাকসিন গ্রহণ করেন।

  ভ্যাকসিন নেয়ার সময় বাইডেন আমেরিকানদের উদ্দেশ্য করে বলেন, ‘টিকা নেয়ার ক্ষেত্রে ভয়ের কোন কারণ নেই।

  এ সময় তিনি আরো বলেন, তাদের মাস্ক পরা অব্যাহত রাখা এবং বিশেষজ্ঞদের পরামর্শ শোনা উচিত।

 
রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা
পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’-ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
সর্বশেষ সংবাদ