ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড গোয়ালন্দের রফিকুল ইসলাম
  • মইনুল হক মৃধা
  • ২০২০-১২-২৫ ১৩:৪১:২১

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে পুরস্কৃত হয়েছেন। 

  গত ২৪শে ডিসেম্বর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাকে জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার(ভূমি) হিসেবে পুরস্কৃত করা হয়। 

  এ বিষয়ে মোঃ রফিকুল ইসলাম বলেন, সারা বছরের কাজের মূল্যায়ন হিসেবে জেলা পর্যায়ে আমাকে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার(ভূমি) নির্বাচিত করা হয় এবং গত ২০শে ডিসেম্বর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আমাকে পত্র দিয়ে পুরস্কার/সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়। এরপর গত ২৪শে ডিসেম্বর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আমাকেসহ মোট ১৪জনকে শ্রেষ্ঠ সহকারী কমিশনার(ভূমি) হিসেবে পুরস্কৃত করা হয়। 

  অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সচিব শেখ ইউসুফ হারুন, অতিরিক্ত সচিব মোঃ মোকাম্মেল হোসেন ও ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফজিুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, মোঃ রফিকুল ইসলাম গত ২৫শে জুলাই গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হিসেবে যোগদান করেন। 

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ