জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ খুলনা ও যশোর জেলায় সাংগঠনিক সফর শেষে ঢাকায় ফেরার পথে গত ৩০শে ডিসেম্বর দিবাগত রাত ১২টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও গোয়ালন্দ পৌরসভার আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির সম্ভাব্য মেয়র প্রার্থী সাংবাদিক হেলাল মাহমুদ তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দের মধ্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি ইব্রাহীম খান জুয়েল, সিনিয়র সহ-সভাপতি শাহ্ ইমরান রিপন, সহ-সভাপতি মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, শরীফুল ইসলাম চৌধুরী অর্ণব, যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন সরকার ও দফতর সম্পাদক রুহুল আমিন গাজী বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।