ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
পাংশায় ২টি প্রাইভেট কার থেকে ২১৯ বোতল ফেনসিডিল উদ্ধার॥দম্পতিসহ ৫জন গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০১-০৩ ১৩:১৩:৩১
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অভিযানে গত ২রা জানুয়ারী রাতে পাংশা উপজেলার শিহড় গ্রামে ২টি প্রাইভেট কার থেকে ২১৯ বোতল ফেনসিডিল উদ্ধার এবং নারীসহ ৫ জন মাদক পাচারকারী গ্রেফতার হয়েছে -মাতৃকণ্ঠ।

র‌্যাবের অভিযানে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার শিহড় গ্রামে ২টি প্রাইভেট কার থেকে ২১৯ বোতল ফেনসিডিল উদ্ধার এবং নারীসহ ৫ জন মাদক পাচারকারী গ্রেফতার হয়েছে। 

  র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২রা জানুয়ারী রাতে অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-চুয়াডাঙ্গার দর্শনা কলেজ পাড়া এলাকার আবেদ আলীর ছেলে জাহিদ হাসান(৩৩) ও তার স্ত্রী মুসলিমা আক্তার(২৩), ঝাঝাডাঙ্গা এলাকার মৃত ছানোয়ার হোসেনের ছেলে ওমর ফারুক(২৭), কুষ্টিয়া সদরের দক্ষিণপাড়া বোয়ালদহ এলাকার রেজাউল করিমের ছেলে বাপ্পী আলী(২৯) এবং সাতক্ষীরা সদরের সাতানী এলাকার সৈয়দ লিয়াকত আলীর ছেলে সৈয়দ আরাফাত আলী(৩৫)। উদ্ধারকৃত ফেনসিডিলসহ র‌্যাব তাদেরকে পাংশা মডেল থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। গতকাল ৩রা জানুয়ারী তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ