ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার ফ্লেক্সিলোডের দোকানীসহ ২জন গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০১-০৪ ১৩:২৭:৩৬
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গত ৩রা জানুয়ারী রাত সাড়ে ৮টার দিকে পৌরসভাধীন নিলু শেখের পাড়া থেকে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ফ্লেক্সিলোডের দোকানীসহ ২জনকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভাধীন নিলু শেখের পাড়া থেকে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার এবং ফ্লেক্সিলোডের দোকানীসহ ২জনকে পুলিশ গ্রেফতার করেছে।

  গোপন সংবাদের ভিত্তিতে গত ৩রা জানুয়ারী রাত সাড়ে ৮টার দিকে এএসআই শহিদুল ইসলামের নেতৃত্বে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিলু শেখের পাড়ার পরিবহন শ্রমিক আকরাম হোসেনের বাড়ী থেকে ফেনসিডিলগুলো উদ্ধার ও তাদেরকে গ্রেফতার করা হয়। 

  গ্রেফতারকৃতরা হলো- আকরাম হোসেনের ছেলে ও গোয়ালন্দের জামতলা বাজার এলাকার ফ্লেক্সিলোডের দোকানী জুয়েল রানা(৩২) এবং ঠাকুরগাঁও জেলার রাণীসংকৈল উপজেলার রাউতনগর হোসেনগাঁও গ্রামের জব্বার মুন্সির ছেলে মতিন মুন্সি(৪২)। 

  এছাড়াও পুলিশের অভিযানকালে শান্ত শেখ ওরফে চাঁদাই নামে একজন পালিয়ে যেতে সক্ষম হয়। সে গোয়ালন্দ পৌরসভাধীন কুমড়াকান্দি এলাকার মৃত জুলহাস শেখের ছেলে। 

  গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এ ব্যাপারে গ্রেফতারকৃত ২জনসহ পলাতককে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৪ঠা জানুয়ারী গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। 

 
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ