ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পাংশায় ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী ও গ্রামীণ খেলাধুলার পুরস্কার বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০১-০৬ ১৩:৫১:০০
পাংশা জর্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে গতকাল ৬ই জানুয়ারী ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী ও গ্রামীণ খেলাধুলা শেষে পুরস্কার বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২০-২০২১ এর আওতায় পাংশা উপজেলাতে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী ও গ্রামীণ খেলাধুলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ৬ই জানুয়ারী পাংশা জর্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী গ্রামীণ খেলাধুলা শেষে এই সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

  জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ^াস ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, কলিমহরের জহুরুন্নেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবর রহমান, সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) ফিরোজ হোসেন, আব্দুল করিম, সাইফুল ইসলাম ও তরিকুল ইসলাম টিপুসহ বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ