রাজবাড়ী শহরের পৌর ইউ মার্কেটে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কার্যালয়ে অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল ১১ই জানুয়ারী সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ¦ কাজী কেরামত আলী এসব মানুষের হাতে কম্বল তুলে দেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ ফরিদ আলী মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য শিমুল মোল্লা, মহসীন উদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা কমিটির সভাপতি রাকিবুল হাসান শাকিল, পৌর কমিটির সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের জেলা, উপজেলা ও পৌর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।