রাজবাড়ীতে সমলয়ে চাষাবাদের প্রণোদনা কার্যক্রমের আওতায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ী সদর উপজেলার আয়োজনে গতকাল ২৫শে জানুয়ারী দুপুরে আলীপুর ইউনিয়নের মিস্ত্রীর জোলা মাঠে ৭২ জন কৃষকের সমন্বয়ে ৫০ একর জমিতে এই চারা রোপণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফের সভাপতিত্বে চারা রোপণ অনুষ্ঠানে কারিগরি নির্দেশক হিসেবে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন সেক, অন্যান্যের মধ্যে আলীপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুনছুর আলীসহ প্রণোদনার আওতাধীন কৃষকগণ উপস্থিত ছিলেন।