রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ১৯ জন বীর মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল ৩০শে জানুয়ারী বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব গোলাম রহমান মিঞা, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার ও মুক্তিযোদ্ধা শেখ মোঃ আজিমদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) থেকে যাচাই-বাছাইয়ের ২৬ জন মুক্তিযোদ্ধার নামের তালিকা পাওয়া যায়। তার মধ্যে গ্রহণযোগ্য বিভিন্ন তালিকায় ৬ জনের নাম থাকায় তারা যাচাই-বাছাইয়ের আওতা বহির্ভূত থাকেন। অবশিষ্ট ২০ জনের মধ্যে ১জন নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যুদ্ধ করায় এবং তার নামের তালিকা সেখানে থাকায় যাচাই-বাছাইয়ের জন্য তার কাগজপত্র সেখানে প্রেরণ করা হয়।