ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
বালিয়াকান্দিতে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০১-৩০ ১৩:১০:০৩
বালিয়াকান্দি উপজেলার বীর মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই কার্যক্রম গতকাল ৩০শে জানুয়ারী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ১৯ জন বীর মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল ৩০শে জানুয়ারী বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

  এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব গোলাম রহমান মিঞা, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার ও মুক্তিযোদ্ধা শেখ মোঃ আজিমদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

  উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) থেকে যাচাই-বাছাইয়ের ২৬ জন মুক্তিযোদ্ধার নামের তালিকা পাওয়া যায়। তার মধ্যে গ্রহণযোগ্য বিভিন্ন তালিকায় ৬ জনের নাম থাকায় তারা যাচাই-বাছাইয়ের আওতা বহির্ভূত থাকেন। অবশিষ্ট ২০ জনের মধ্যে ১জন নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যুদ্ধ করায় এবং তার নামের তালিকা সেখানে থাকায় যাচাই-বাছাইয়ের জন্য তার কাগজপত্র সেখানে প্রেরণ করা হয়। 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ