ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী পৌরসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০২-০৯ ১৩:৪৫:৫৭
আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের আয়োজনে প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগম বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের আয়োজনে প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

  প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধিমালা সম্পর্কে অবহিত করতে গতকাল ৯ই ফেব্রুয়ারী বেলা ১১টায় রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

  রাজবাড়ী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান বক্তব্য রাখেন। 

  এ ছাড়াও জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলামসহ প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

  সভায় আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ