রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহাবুর রহমান শেখ গতকাল ১০ই ফেব্রুয়ারী দুপুরে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
তিনি বিদ্যালয়ে পৌঁছালে প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এরপর তিনি প্রধান শিক্ষকের অফিস কক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় শেষে বিদ্যালয়টি ঘুরে ঘুরে দেখেন এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন।
এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিয়াদ হোসেন ও সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছেলেন।