ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে রাজবাড়ীর ৩০জনকে চিকিৎসা সহায়তার চেক প্রদান
  • সোহেল মিয়া
  • ২০২১-০২-২৩ ১৩:৪৬:৫৫

ক্যান্সার, কিডনী ও হার্টসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে রাজবাড়ীর ৩০ জন অসহায় ও দরিদ্র রোগীকে ১১ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল ২৩শে ফেব্রুয়ারী রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহবারসহ উপকারভোগী ও সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর প্রচেষ্টায় জটিল রোগে আক্রান্ত ৩০ জন চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে উক্ত সহায়তা পেয়েছেন।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ