ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে রাজবাড়ীর ৩০জনকে চিকিৎসা সহায়তার চেক প্রদান
  • সোহেল মিয়া
  • ২০২১-০২-২৩ ১৩:৪৬:৫৫

ক্যান্সার, কিডনী ও হার্টসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে রাজবাড়ীর ৩০ জন অসহায় ও দরিদ্র রোগীকে ১১ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল ২৩শে ফেব্রুয়ারী রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহবারসহ উপকারভোগী ও সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর প্রচেষ্টায় জটিল রোগে আক্রান্ত ৩০ জন চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে উক্ত সহায়তা পেয়েছেন।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ