ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক শরীফুল ইসলামের নেতৃত্বে গত ২৪শে ফেব্রুয়ারী বিকালে কালুখালী উপজেলার মৃগী বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করে ব্যবসা পরিচালনার দায়ে বাজারের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে উক্ত আইনের সংশ্লিষ্ট ধারায় মোট সাড়ে ৫হাজার টাকা জরিমানা করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং মৃগী ফাঁড়ি পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।