ঢাকা সোমবার, মার্চ ২৪, ২০২৫
রাজবাড়ীর বানিবহ বাজারে ভ্রাম্যমাণ আদালতে বেকারী ও মুদী দোকানীর জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০২-২৫ ১৫:১০:৩৭
রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ’র নেতৃত্বে গত ২৪শে ফেব্রুয়ারী বিকালে সদর উপজেলার বানিবহ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ’র নেতৃত্বে গত ২৪শে ফেব্রুয়ারী বিকালে সদর উপজেলার বানিবহ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

  অভিযানকালে খাদ্যদ্রব্যে মেয়াদ উত্তীর্ণ রং ব্যবহারের দায়ে শীলা বেকারীকে ১৫হাজার টাকা এবং লাইসেন্স ব্যতীত মাতৃদুগ্ধের বিকল্প শিশু খাদ্য (গুড়া দুধ) বিক্রির দায়ে মুন্সী মুদি স্টোরকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। 

  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও শিশু খাদ্য ব্যবহার আইনের সংশ্লিষ্ট ধারায় তাদেরকে এই জরিমানা করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং আনসার সদস্যদের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

বালিয়াকান্দিতে বিনামূল্যে ভিজিএফ চাল পেল ১৫ হাজার ৭২২টি অসহায় পরিবার
রাজবাড়ী সদর উপজেলার ৪টি ইউনিয়ন বিএনপির আয়োজনে আলাদীপুরে ইফতার মাহফিল
কালুখালী উপজেলার মদাপুরে ৬বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ১ব্যক্তি গ্রেফতার
সর্বশেষ সংবাদ