ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজবাড়ীতে নানা বর্ণিল আয়োজনে আরএসসিএফ বসন্ত উৎসব অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-০৩ ১২:২২:০৪

 রাজবাড়ীতে নানা বর্ণিল আয়োজনে ‘আরএসসিএফ বসন্ত উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। 

   আজ ৩রা মার্চ দিনব্যাপী রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ‘আরএসসিএফ বসন্ত উৎসব-১৪২৭’ এর আয়োজন করা হয়। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হয়। রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। রাজবাড়ী সোশিও কালচারাল ফোরাম (আরএসসিএফ) এর সদস্যগণ বাসন্তী রঙের শাড়ী, লাল-সবুজ পাঞ্জাবী পরে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে সমবেত সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানমালা শুরু করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আরএসসিএফের সভাপতি রিয়াসাদ আকতারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিলয় সাহা নীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সাবেক জেলা শিক্ষা অফিসার ও ফোরামের প্রধান উপদেষ্টা সৈয়দ সিদ্দিকুর রহমান, ফোরামের উপদেষ্টা ও রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন (আরডিএ)’র সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, ফোরামের উপদেষ্টা ফয়জুর হক কল্লোল, উপদেষ্টা ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের প্রভাষক আহসান হাবীব হাসু, মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় টাঙ্গাইলের প্রভাষক এস.এম শামীম, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার, সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ বসন্ত উৎসবকে বাঙালীর প্রাণের উৎসব হিসেবে আখ্যায়িত করে সুন্দর আয়োজনের জন্য আরএসসিএফ’কে ধন্যবাদ জানানোসহ তাদের প্রতি এ ধরনের ইভেন্ট নিয়মিত আয়োজনের আহ্বান জানান।  

   আলোচনা পর্বের শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান (নাচ, গান, আবৃত্তি ইত্যাদি), কুইজ প্রতিযোগিতা, ফটো কনটেস্ট (নির্ধারিত ফটো কর্ণারে ছবি তুলে ফেসবুকে ক্যাপশন দিয়ে আপলোড দেয়া) অনুষ্ঠিত হয়। রাজবাড়ী পরিবহন-সপ্তবর্ণা নিবেদিত ও চিলিজ ফুড পার্কের সৌজন্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এই বসন্ত উৎসবের ব্যবস্থাপনা সহযোগী হিসেবে ছিল গোয়ালন্দের মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল রাজবাড়ীর জনপ্রিয় দৈনিক মাতৃকণ্ঠ ও রাজবাড়ী টিভি। নিরাপত্তা, প্রচার ও প্রকাশনাসহ অন্যান্য ব্যবস্থাপনা সহযোগী হিসেবে ছিল আরএসসিএফ সহায়তা কেন্দ্র, রাজবাড়ীর ডিজিটাল প্লাস ল্যাব এবং গোয়ালন্দের ভিক্টর ফিডস লিমিটেড।

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ