ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশায় ভূমি অফিস পরিদর্শনে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৩-০৪ ১৬:০১:৩৬
মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার দুপুরে পাংশা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন তাকে ফুলেল অভ্যর্থনা জানান -মাতৃকণ্ঠ।

মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান গতকাল ৪ঠা মার্চ দুপুরে পাংশা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। 

  এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এ সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান এসিল্যান্ড অফিসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় পরিদর্শন বহিতে মতামত লিপিবদ্ধ করেন তিনি।

  জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার পর্যায়ক্রমে পাংশা মডেল থানা, পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসা, পাংশা পৌরসভা ও পাংশা হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে উল্লেখিত প্রতিষ্ঠানসমূহে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিকেলে পাংশা ডাক বাংলোতে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যাক্তিগণ এবং পাংশার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

  উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান ১৮/০৭/২০১২ থেকে ১৯/০৭/২০১৬ পর্যন্ত ৪বছর পাংশা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ