রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেল স্টেশন এলাকার ৩টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
গত ৪ঠা মার্চ দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ধীরেন্দ্র নাথ বাগচীর চায়ের দোকান, রশিদ শেখের মুদী দোকান ও প্রলয় ভট্টাচার্য্যরে হোমিও ওষুধের দোকান পুড়ে ২লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।