রাজবাড়ী জেলার বালিয়াকান্দি-সমাধিনগর রুটে চলাচলকারী ইজিবাইক মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫ই মার্চ বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোপন ব্যালটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে আনিছুর রহমান ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর ৩ জন প্রার্থীর মধ্যে তৈয়ব আলী ৩০ ভোট, জিহাদ খান ২৬ ভোট ও হাফেজ ২ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে ইজাজুল ইসলাম ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী উত্তম চক্রবর্তী ৩৫ ভোট পান।
এছাড়া সহ-সভাপতি পদে অমরেন্দু সরকার, সাধারণ সম্পাদক পদে সুভাষ চন্দ্র ঘোষ, সহ-সম্পাদক পদে রামপদ বিশ^াস ও সড়ক সম্পাদক পদে শহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ভোট গ্রহণ শেষে গণনার পর বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, বালিয়াকান্দি সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমরুল হাসান পুলক, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আকরাম হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নির্বাচনে ৯৬ জন ভোটারের মধ্যে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে কয়েকটি ভোট বাতিল হয়।