ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
আমি কোন ওয়াদা করলে তা ভঙ্গ করতে চাই না---রাজবাড়ী পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র তিতু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-০৮ ১৭:১২:৪২
রাজবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ আলমগীর শেখ তিতুকে গতকাল ৮ই মার্চ সকালে শহরের পৌর ইউ মার্কেট প্রাঙ্গণে জেলা মাইক্রোবাস ও কার মালিক-শ্রমিক কমিটির পক্ষ সংবর্ধনা প্রদান করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র আলমগীর শেখ বলেছেন, ‘আমি কোন ওয়াদা করলে তা ভঙ্গ করতে চাই না’। 

  গতকাল ৮ই মার্চ সকালে রাজবাড়ী শহরের পৌর ইউ মার্কেট প্রাঙ্গণে জেলা মাইক্রোবাস ও কার মালিক-শ্রমিক কমিটির পক্ষ থেকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

  তরুণ মেয়র তিতু আরো বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর আপনাদের জন্য যতদূর সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেব। শহরের মধ্যেই গাড়ী পার্কিং-এর ব্যবস্থা, পার্কিং ফি কমানো ও টয়লেটের ব্যবস্থা করবো। 

  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা মাইক্রোবাস ও প্রাইভেট কার মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী টিটন, সহ-সভাপতি হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হোসেন, শাহিন মিয়া, হেলাল উদ্দিন ও মতিয়ার প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ নবনির্বাচিত মেয়রের কাছে শহরের মধ্যে পার্কিং স্ট্যান্ড, ফি করানো ও টয়লেটের ব্যবস্থাসহ বিভিন্ন দাবী জানান। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ