ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী সদরের আলীপুরে ডাম্প ট্রাকের সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নারীর মৃত্যু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-০৯ ১৬:১৯:৫৭

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের একটি গ্রাম্য সড়কে মাটিবাহী ডাম্প ট্রাকের সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী রোকেয়া বেগম(৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

  গতকাল ৯ই মার্চ বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম একই উপজেলার বানীবহ গ্রামের আইয়ুব আলীর স্ত্রী।  

  জানা গেছে, নিহত রহিমা বেগম তার প্রবাসী ছেলের সাথে মোটর সাইকেলে করে যাওয়ার সময় মাটিবাহী ডাম্প ট্রাকটির সাথে সংঘর্ষ হলে মা-ছেলে দু’জনই আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রহিমা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় তার ছেলে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।

  রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, দুর্ঘটনা কবলিত ডাম্প ট্রাকটি আটক করা হয়েছে। তবে সেটির চালক পালিয়ে গেছে। 

  উল্লেখ্য, রাজবাড়ীর প্রধান প্রধান সড়কগুলো ছাড়াও আঞ্চলিক সড়কগুলো দিয়ে দীর্ঘ দিন ধরে বালু-মাটিবাহী ডাম্প ট্রাকগুলো বেপরোয়াভাবে চলাচল করে আসছে। প্রায়ই তারা দুর্ঘটনা ঘটিয়ে জান-মালের ক্ষতিসাধন করে আসলেও এ ব্যাপারে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।  

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ