ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে বিআরডিবি’র আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-১৮ ০৬:৩৯:১৪

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র রাজবাড়ীর উপ-পরিচালকের কার্যালয়ের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

  এ উপলক্ষে ১৭ই মার্চ সকালে প্রথমে উপ-পরিচালক মোহাঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিআরডিবি’র রাজবাড়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল। 

  বিআরডিবি রাজবাড়ীর উপ-পরিচালক মোহাঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় সহকারী পরিচালক শামসুজ্জামান, জুনিয়র অফিসার(হিসাব) হুমায়ুন কবির ও সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এ সময় বিআরডিবি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

  আলোচনা পর্বের শেষে স্থানীয় মসজিদের ইমামের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিআরডিবি’র জেলা ও উপজেলা কার্যালয়গুলোতে একযোগে ঋণ উৎসবের আয়োজন করা হয়।   

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ