ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
আলীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-১৯ ১৫:৩৪:৪০
বঙ্গবন্ধু সৈনিক লীগ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গত ১৭ই মার্চ সদর উপজেলার আলীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয় -মাতৃকণ্ঠ।

বঙ্গবন্ধু সৈনিক লীগ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গত ১৭ই মার্চ বিকালে সদর উপজেলার আলীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়।
  আয়োজনের মধ্যে ছিল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, বেলুন উড়ানো ইত্যাদি। 
  সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ নাসির উদ্দিন সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শওকত হাসান, প্রধান বক্তা হিসেবে সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান মিন্টু, অন্যান্যের মধ্যে হাফিজ আল আরাফাত, রাকিবুল ইসলাম আমির, সেলিম শেখ কাশেম ও সবুজ মন্ডলসহ সংগঠনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে মোয়াজ্জেম হোসেন মজনু ও তার দলের শিল্পীরা বঙ্গবন্ধুর উপর রচিত গান পরিবেশন করেন। 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ