ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
গোয়ালন্দ রাইডার্সের ২৬০ কিলোমিটার র‌্যালী অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৩-১৯ ১৫:৩৯:৪৭
নিরাপদ সড়কের দাবী ‘গোয়ালন্দ রাইডার্স’ নামক একটি বাইকার গ্রুপের উদ্যোগে গতকাল ১৯শে মার্চ ২৬০ কিলোমিটার র‌্যালী অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

নিরাপদ সড়কের দাবীতে ‘গোয়ালন্দ রাইডার্স’ নামক একটি বাইকার গ্রুপের উদ্যোগে ২৬০ কিলোমিটার র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। 
  গতকাল ১৯শে মার্চ সকাল ৮টায় গোয়ালন্দের কামরুল ইসসলাম সরকারী কলেজের মাঠ থেকে র‌্যালীটি বের হয়ে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে গিয়ে শেষ হয়। 
  র‌্যালীতে ১৩০টি মোটর সাইকেলে ২৬০ জন অংশগ্রহণ করে। আসা-যাওয়ার পথে তারা বিভিন্ন স্থানে নিরাপদ সড়কের বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালান। এর পাশপাশি র‌্যালীর গন্তব্যস্থলে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। র‌্যালীর পূর্বে গোয়ালন্দ পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম মন্ডল বাইকারদের শুভেচ্ছা জানান। 
  গোয়ালন্দ রাইডার্সের এডমিন এস.এম ইত্তেহাদ সিয়াম জানান, তাদের সংগঠনের সকলেই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি একটি সুন্দর সমাজ গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে তারা ২০১৮ সালে অনলাইন ভিত্তিক এ সংগঠনটি গড়ে তোলেন। 

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ