ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
গোয়ালন্দে অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব সমাপ্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-২৪ ১৬:৩৮:০১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলা ক্রীড়া অফিস কর্তৃক গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ২৪শে মার্চ অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসবে পুরস্কার বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২০-২০২১ এর আওতায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ২৪শে মার্চ অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

  গোয়ালন্দ উপজেলা থেকে ৪০ জন অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ক্রীড়া উৎসবে অংশগ্রহণ করে। 

  রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা’র  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অটিস্টিক ও  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার। 

  সম্মানিত অতিথি ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে দৌলতদিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল ইসলাম ও গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ সেখ। 

  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও ক্রীড়াবিদ ও বিশেষ শিশুদের উপস্থিতিতে এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ