ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
মহান স্বাধীনতা দিবসে কালুখালীতে সিএসএস-এর ফ্রি মেডিকেল ক্যাম্প
  • এম.মনিরুজ্জামান
  • ২০২১-০৩-২৭ ১৮:৩২:১০

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপলক্ষ্যে গত শুক্রবার রাজবাড়ী জেলার কালুখালী মহিলা কলেজ প্রাঙ্গনে সিএসএস’র উদ্যোগে মা ও শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনে করা হয়।

  মেডিকেল ক্যাম্পে রাজবাড়ী সদর হাসাপাতালের ২জন বিশেষজ্ঞ ডাক্তার দুই শতাধিক দরিদ্র ও দুঃস্থ নারী ও শিশু রোগীর ফ্রি চিকিৎসা পত্র প্রদান করেন। 

  চলতি মাসে রাজবাড়ীতে এ রকম আরো ৪টি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে বলে আয়োজক কমিটি মাইক্রোফাইন্যান্স (সিএসএস) জানায়।

  প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিএসএস এর রাজবাড়ী জোনাল ম্যানেজার গৌর চন্দ্র পাল। বিশেষ অতিথির মধ্যে সিএসএসের রাজবাড়ী রিজিওনাল ম্যানেজার প্রীতিশ রায়, কালুখালী ব্রাঞ্চের ম্যানেজার মোঃ নিজাম উদ্দিন, কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ মমতাজ আহমেদ, বাশারুল ইসলাম, বাসুদেব দত্ত ও রিপন সূত্রধর বক্তব্য রাখেন।

  উল্লেখ্য, সিএসএস মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম ছাড়াও রাজবাড়ী জেলায় বিভিন্ন জনপদে পিছিয়ে পরা নারীদের স্বাবলম্ব করার উদ্যোগে প্রশিক্ষণ চলমান রয়েছে এবং সিএসএস জেলায় ২টি শিশু শিক্ষা কেন্দ্র পরিচালনা করছে।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ