ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
বালিয়াকান্দিতে আনন্দ র‌্যালী ও উন্নয়ন মেলার উদ্বোধন
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৩-২৭ ১৮:৩২:৩৯

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও ২দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

  গতকাল ২৭শে মার্চ সকালে বালিয়াকান্দির শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে আনন্দ র‌্যালীটি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

  র‌্যালী শেষে ২দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, ইসলামপুর ইউপির চেয়ারম্যান আবুল হোসেন খান, নবাবপুর ইউপির চেয়ারম্যান আবুল হাসান আলী প্রমুখ বক্তব্য রাখেন। 

  বিকালে উন্নয়ন মেলার মঞ্চে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরকারী, বেসরকারী, ৭টি ইউনিয়ন পরিষদ, এনজিওসহ বিভিন্ন দপ্তরের ৪০টি স্টলে তাদের বিভিন্ন উন্নয়ন বিষয় উপস্থাপন করা হয়। 

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ