ঢাকা শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
শিক্ষক বাতায়নের সেরা অনলাইন পারফর্মার হলেন গোয়ালন্দের রেহানা পারভীন
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৪-০৭ ১৬:৪৩:২৬

বাংলাদেশের অন্যতম বৃহৎ শিক্ষা বিষয়ক ওয়েব পোর্টাল “শিক্ষক বাতায়ন”। ধ২র প্রকল্পের অধীনে পরিচালিত ডিজিটাল শিক্ষাদান পদ্ধতির অন্যতম প্লাটফর্ম “শিক্ষক বাতায়ন।

  এই প্লাটফর্মে “সেরা অনলাইন পারফর্মার” হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়ালন্দ উপজেলার জামতলা দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক রেহানা পারভিন। 

  তিনি ইতিপূর্বে সেরা কনটেন্টন নির্মাতাও হয়েছেন। করোনাকালীন সময়ে এখন পর্যন্ত তিনি বিভিন্ন অনলাইন স্কুলের হয়ে ২০৮টি অনলাইন ক্লাস সম্পন্ন করেছেন এমনকি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি পুরস্কার গ্রহণ করেছেন।

  রেহানা পারভীন উজানচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাঃ মোঃ মহসীন মিয়ায় ছোট মেয়ে এবং এডভোকেট আমিনুল ইসলামের সহধর্মিনী।

  ধ২র কর্তৃক রাজবাড়ী জেলা এ্যাম্বাসেডর হিসাবেও তিনি মনোনীত হয়েছেন। এই প্লাটফর্মে “সেরা অনলাইন পারফর্মার” হিসেবে নির্বাচিত করায় ধ২র তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

  এ প্রসঙ্গে রেহানা পারভীন বলেন, এই প্রাপ্তি আমার চাকরী জীবনের সবচেয়ে বড় অর্জন। 

রাজবাড়ীর অন্তার মোড়ে পদ্মা নদীতে গোসল করতে ডিপ্লোমা শিক্ষার্থীর মৃত্যু
রাজবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
সোনার মানুষ গড়ার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করতে হবে--সাবেক গভর্ণর ড. আতিউর রহমান
সর্বশেষ সংবাদ