ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
পাংশায় জেলা পরিষদ সদস্য উত্তম কুন্ডুর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৪-১৮ ১৪:৪২:১১
করোনা সংক্রমণ রোধে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুন্ডু গতকাল রবিবার দুপুরে পাংশার বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতায় গতকাল ১৮ই এপ্রিল পাংশার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু। 

  রাজবাড়ী জেলা পরিষদের ব্যবস্থাপনায় হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক সম্বলিত জেলা পরিষদের প্যাকেট বিতরণ করেন তিনি। প্রতিটি প্যাকেট রয়েছে ১টি ২৮৫ মিঃ লিঃ জার্মনিল হ্যান্ড ওয়াশ, ১টি ছোট জার্মনিল হ্যান্ড স্যানিটাইজার ও ৫পিস মাস্ক। 

  উত্তম কুমার কুন্ডু রাজবাড়ী জেলার পরপর ৭বার শ্রেষ্ঠ আয়করদাতা হিসেবে জাতীয়ভাবে পুরস্কার প্রাপ্ত ব্যবসায়ী। পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তিনি।

  গতকাল রবিবার দুপুর ১২টার সময় পাংশা শহরস্থ নিজ ব্যবসায়ীক কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু। এরপর পাংশা শহরে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের মাঝে সরাসরি তিনি নিজে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌছে দেন। 

  এ সময় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি অনুসরণসহ চলমান লকডাউনের বিধিনিষেধ মেনে চলার গুরুত্বারোপ করে তিনি বলেন, মানুষ মানুষের জন্য। সামাজিক নিরাপত্তায় স্ব-স্ব অবস্থান থেকে প্রত্যেক মানুষের সামাজিক দায়িত্ব-কর্তব্য রয়েছে। সে আলোকে সবার সুখ-দুঃখের সাথী হিসেবে পাশে থেকে সামাজিক কর্তব্য পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দুঃসময়ে মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে মানবিক কার্যক্রম পরিচালনায় বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুন্ডুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিশিষ্ট ব্যক্তিরা।

রাজবাড়ীতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত
রাজবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
৬০ বছরের সংসার ঃ একই দিনে মৃত্যুর ইচ্ছা পূরণ হলো স্বামী-স্ত্রী’র
সর্বশেষ সংবাদ