ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
করোনা রোগীদের চিকিৎসায় রাজবাড়ী হাসপাতালে ৩টি আইসিইউ বেড চালু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৪-১৯ ১৫:১৭:৪০

রাজবাড়ীতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব মোছাঃ আছিয়া বেগম ও জেলা প্রশাসক দিলসাদ বেগমের সহযোগিতায় এবং জেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক তত্ত্বাবধানে গতকাল ১৯শে এপ্রিল রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ৩টি আইসিইউ বেড স্থাপন সম্পন্ন হয়েছে।

  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, করোনা আক্রান্ত তীব্র শ্বাসকষ্টযুক্ত রোগীদের জন্য প্রত্যেকটি আইসিইউ বেডের সাথে সংযুক্ত করা হয়েছে হাইফ্লো ন্যাসাল ক্যানুলা। যেখানে সাধারণ অক্সিজেন সিলিন্ডারের সাহায্যে প্রতি মিনিটে সর্বোচ্চ  ১৫ লিটার করে অক্সিজেন দেওয়া যায়, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী রোগীদের প্রয়োজন অনুসারে হাইফ্লো ন্যাসাল ক্যানুলার দ্বারা  মিনিটে ৬০ লিটার পর্যন্ত  অক্সিজেন দেওয়া সম্ভব।

  তিনি আরো জানান, পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিটের জন্য আইসিইউ বেডের সাথে আইসিইউ মনিটর, সার্বক্ষণিক ল্যাব সুবিধা, কৃত্রিম শ্বাসপ্রশ্বাস চালু রাখার ভেন্টিলেটর, অক্সিজেন স্যাচুরেশন মনিটরিং, রক্ত পরিসঞ্চালনের বহুমুখী ব্যবস্থা, ব্লাড গ্যাস অ্যানালাইসিসসহ রোগীর যাবতীয় শারীরিক সংকট মোকাবেলার জন্য নানা জীবনদায়ী ব্যবস্থা এবং সার্বক্ষণিক পর্যাপ্ত প্রশিক্ষিত জনবল থাকা প্রয়োজন। রাজবাড়ী জেলা সদর হাসপাতালে হাইফ্লো ন্যাসাল ক্যানুলাসহ আইসিইউ বেড স্থাপনের এ উদ্যোগ তাই পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট স্থাপনের ক্ষেত্রে প্রাথমিক পদক্ষেপ। ভবিষ্যতে নির্মাণাধীন ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের নির্মাণ কাজ শেষ হলে জনবল এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি পাওয়ার পর পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট চালু করা সম্ভব হবে। আর বর্তমানে করোনার তীব্র সংক্রমণের এ সময়ে মারাত্মক শ্বাসকষ্টযুক্ত রোগীদের জন্য পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করার মাধ্যমে হাইফ্লো ন্যাসাল ক্যানুলাসহ আইসিইউ বেড কোভিড-১৯ মোকাবেলার অন্যতম হাতিয়ার হিসেবে ভূমিকা পালন করবে।

  উল্লেখ্য, গত ১০ই এপ্রিল রাজবাড়ী জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির ভার্চুয়াল জরুরী সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব মোছাঃ আছিয়া বেগম ও জেলা প্রশাসক দিলসাদ বেগমের প্রচেষ্টায় স্বাস্থ্য অধিদপ্তর গত ১১ই এপ্রিল রাজবাড়ী জেলার জন্য বরাদ্দকৃত ৩টি আইসিইউ বেড, হাইফ্লো ন্যাসাল ক্যানুলা ৫টি, অক্সিজেন সিলিন্ডার ৭০টি, অক্সিজেন কনসেনট্রেটর ২০টি, ১৫০০ গ্লাভস, ২০০০ পিপিই, পালস অক্সিমিটার ও ওষুধসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম প্রদান করে। গত ১১ই এপ্রিল রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ মাহাবুর রহমান শেখ ও সিভিল সার্জন অফিসের স্টোর কিপার আশিষ কুমার প্রামানিক ঢাকার তেজগাঁও কেন্দ্রীয় ঔষধাগার থেকে উক্ত চিকিৎসা সরঞ্জাম গ্রহণ করেন। গত ১২ই এপ্রিল সকালে এসব উপকরণ সিভিল সার্জন অফিস ও সদর হাসপাতালে পৌছে। 

  এরপর জেলা সদর হাসপাতালের একটি কক্ষে কয়েকদিন ধরে ৩টি আইসিইউ বেড স্থাপনের কাজ শুরু হয়ে গতকাল ১৯শে এপ্রিল সম্পন্ন হয়।

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ