ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীতে আল ইমরান ফাউন্ডেশনের উদ্যোগে করোনায় কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে চাল বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৪-২৩ ১৪:৫২:৩৩
রাজবাড়ী শহরের লক্ষীকোল নাসির আফগার জামে মসজিদ প্রাঙ্গনে গতকাল শুক্রবার বিকেলে আল ইমরান ফাউন্ডেশনের উদ্যোগে করোনায় কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে চাল বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

মহামারী করোনায় কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে চাল বিতরণ করেছে আল ইমরান ফাউন্ডেশন।

  গতকাল শুক্রবার বিকেলে রাজবাড়ী শহরের লক্ষীকোল নাসির আফগার জামে মসজিদ প্রাঙ্গনে আল ইমরান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি দুবাই প্রবাসী গোলাম হাসনাইন সোহেলের সার্বিক সহযোগিতায় ৩৫০ জন মানুষের হাতে প্রত্যেককে ৮ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

  এ সময় আল ইমরান ফাউন্ডেশনের পরিচালক গোলাম কাদের, রাজবাড়ী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মোঃ তোফাজ্জেল হোসেন, এনজিও কর্মী আঃ লতিফ সরদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, মহামারী করোনার প্রথম দফায়ও খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে কর্মহীন মানুষের পাশে ছিল ফাউন্ডেশনটি।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ