ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
করোনা প্রতিরোধে রাজবাড়ী জেলা প্রশাসনের সুরক্ষা সামগ্রী বিতরণ
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৪-২৪ ১৪:৫৭:২৫
করোনা ভাইরাস প্রতিরোধে রাজবাড়ীর জেলা প্রশাসেনর উদ্যোগে গতকাল ২৪শে এপ্রিল রাজবাড়ী বাজারে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাস প্রতিরোধে রাজবাড়ীর জেলা প্রশাসেনর উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। 

  গতকাল ২৪শে এপ্রিল রাজবাড়ী বাজারে স্বাস্থ্য সচেতনতায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করাসহ সরকারী নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান। 

  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান বলেন, করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে রাজবাড়ী বাজারে স্বাস্থ্য সচেতনতায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার জনগণের মাঝে বিতরণ করা হয়েছে। 

  এছাড়াও সরকারী নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৬টি মামলায় ২হাজার ৮শত টাকা জরিমানা করা হয়েছে।

  তিনি আরো বলেন, সরকারী নির্দেশনা মেনে চলুন, মাস্ক পরিধান করুন, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করুন। 

  মোবাইল কোর্টের অভিযানে ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি টিম সহযোগিতা করে।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ