ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীতে মে দিবসে বাংলাদেশ জাসদের জেলা শাখার আলোচনা সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৫-০১ ১৬:৫১:১০
মহান মে দিবস উপলক্ষে গতকাল ১লা মে বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে উদীচী শিল্পগোষ্ঠী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ১লা মে বেলা সাড়ে ১১টায় জেলা উদীচী শিল্পগোষ্ঠী কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  এ সময় ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। 

  এছাড়াও বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাস, সাধারণ সম্পাদক উজ্জল গুহ, ইউনাইটেড কমিউনিস্ট লীগ রাজবাড়ী জেলা শাখার সাম্পাদক সুশান্ত কুমার রায়, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বাকাউল আবুল হাশেম, বাংলাদেশ ছাত্রলীগ জাসদ রাজবাড়ী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাবু, জাসদ ছাত্রলীগ রিসিএল জেলা শাখার সভাপতি জয় রাহা ও বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন সহ প্রমুখ। 

  এ সময় বক্তারা বলেন, আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা ৮ঘন্টা কাজের দাবিতে অনেক শ্রমিক জীবন উৎসর্গ করেছিলো। ঐদিনে আত্মত্যাগের বিনিময় শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়। তবে এখনো আমাদের দেশে শ্রমিকদের সেই অধিকার নিশ্চিত করা যায়নি। তারা নানা ভাবে অধিকার থেকে বঞ্চিত। তাই আমাদের দাবি, শ্রমিকদের যে অধিকার আছে সেগুলো যেন নিশ্চিত করা হয়। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ