রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির সমশপুর গ্রামে গতকাল ৬ই জুন রাত ৯টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত এক ব্যক্তির দাফন কাজ সম্পন্ন করেছেন পাংশা মডেল থানার ওসি মোঃ আহসান উল্লাহ।
জানা গেছে, নারায়নগঞ্জে বসুন্ধরা প্যাকেজিং-এ কর্মরত আবু ইউনুস(৪২) গত ২রা জুন করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গতকাল শনিবার সকাল ৯টা ৩৬ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। পরে তার মরদেহ ঢাকা থেকে রাত ৭টায় সমশপুর গ্রামের বাড়ীতে আনা হলে স্বজনদের কেউই এ্যাম্বুলেন্স থেকে মৃতদেহ নামায়নি।
খবর পেয়ে রাত ৮টার দিকে পাংশা থানার ওসি মোঃ আহসান উল্লাহর নেতৃত্বে থানার ৮জন পুলিশ সদস্য সেখানে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ নামিয়ে সমশপুর কবরস্থানে রাত ৯টায় দিয়ে দাফন সম্পন্ন করেন।
দাফনের সময় পুলিশ সদস্য ছাড়াও মৃতের পিতা রমজান শেখ ও ভাইসহ পাংশা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামাল উপস্থিত ছিলেন। মোট ১৪/১৫জন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পাংশা থানার ওসি মোঃ আহসান উল্লাহ বলেন, মানবিক কারণে পুলিশ করোনা সংক্রমিত মৃত ব্যক্তির দাফন কাজে অংশ নিয়েছেন।