ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী সদরের রামকান্তপুরে রাবেয়া-কাদের ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৫-১০ ১৪:২৯:৫৮
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরের মোল্লাবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে রাবেয়া-কাদের ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ১০ই মে দুপুরে শতাধিক দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরে শতাধিক দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রাবেয়া-কাদের ফাউন্ডেশন। 

  গতকাল ১০ই মে দুপুরে রামকান্তপুর মোল্লাবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব মানুষের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

  এ সময় আওয়ামীলীগ নেতা মোক্তার হোসেন মোল্লা, অহেদুজ্জামান সোহান, আঃ রাজ্জাক বেগ, আবুল হোসেন রানা ও মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  এসব ঈদ উপহারের মধ্যে রয়েছে পোলার চাল, তেল, ডাল, সেমাই, চিনি, দুধ, খিচুরী রান্নার চাল ও সাবান।

  উল্লেখ্য, প্রতি বছর এই সময়ে দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করার পাশাপাশি গরীব মেধাবী শিক্ষার্ধীদের মধ্যে শিক্ষাবৃত্তি দিয়ে আসছে শিক্ষানুরাগী নজরুল ইসলাম মোল্লার হাতে গড়া প্রতিষ্ঠান রাবেয়া-কাদের ফাউন্ডেশন। মূলত একটি শিক্ষিত জাতি গঠনের লক্ষ্যেই নিজের মা ও বাবার নামে এ ফাউন্ডেশনটি গড়ে তোলেন নজরুল ইসলাম মোল্লা।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ