ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী সদরের রামকান্তপুরে রাবেয়া-কাদের ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৫-১০ ১৪:২৯:৫৮
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরের মোল্লাবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে রাবেয়া-কাদের ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ১০ই মে দুপুরে শতাধিক দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরে শতাধিক দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রাবেয়া-কাদের ফাউন্ডেশন। 

  গতকাল ১০ই মে দুপুরে রামকান্তপুর মোল্লাবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব মানুষের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

  এ সময় আওয়ামীলীগ নেতা মোক্তার হোসেন মোল্লা, অহেদুজ্জামান সোহান, আঃ রাজ্জাক বেগ, আবুল হোসেন রানা ও মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  এসব ঈদ উপহারের মধ্যে রয়েছে পোলার চাল, তেল, ডাল, সেমাই, চিনি, দুধ, খিচুরী রান্নার চাল ও সাবান।

  উল্লেখ্য, প্রতি বছর এই সময়ে দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করার পাশাপাশি গরীব মেধাবী শিক্ষার্ধীদের মধ্যে শিক্ষাবৃত্তি দিয়ে আসছে শিক্ষানুরাগী নজরুল ইসলাম মোল্লার হাতে গড়া প্রতিষ্ঠান রাবেয়া-কাদের ফাউন্ডেশন। মূলত একটি শিক্ষিত জাতি গঠনের লক্ষ্যেই নিজের মা ও বাবার নামে এ ফাউন্ডেশনটি গড়ে তোলেন নজরুল ইসলাম মোল্লা।

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ