রাজবাড়ী জেলার গোয়ালন্দে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কর্মহীন শ্রমজীবী অসহায় ১২০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে গোয়ালন্দ শিশু সংসদ।
গত ১০ই মে বিকালে কেয়ার গ্রুপের পক্ষ থেকে দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠ চত্বরে গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়নের কর্মহীন অসহায় শ্রমজীবী পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, গোয়ালন্দ শিশু সংসদের উপদেষ্টা সেলিম খাঁন, প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম, চেয়ারম্যান সাবিত বিন রাসেল, সাধারণ সম্পাদক শেখ আয়নাল আহসানসহ ৫টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল আলু, তৈল, সিমাই, চিনি, দুধ, কিসমিস ও সাবান।
এ সময় গোয়ালন্দ শিশু সংসদের সাধারণ সম্পাদক শেখ আয়নাল আহসান বলেন, সামাজিক সংগঠন কেয়ার গ্রুপের পক্ষ থেকে অসহায় শ্রমজীবী ১২০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হলো। আমাদের এ ধারা অব্যাহত থাকবে।