ঢাকা শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
বালিয়াকান্দি উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা
  • রঘুনন্দন সিকদার
  • ২০২০-০৫-০৭ ১৬:০৫:৫৩
গতকাল ৭ই মে সকালে বালিয়াকান্দি উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা শেষে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসকসহ অন্যান্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বারের কাছে ২০টি

বালিয়াকান্দি উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক সভা গতকাল ৭ই মে সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। 
  কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার(ভূমি) বিপুল সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার, সেনাবাহিনীর ক্যাপ্টেন রিদওয়ান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) একেএম আজমল হুদা, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খান, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলী, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ সালাম, বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সভাপতি আতাউর রহমান প্রমুখ সভায় অংশগ্রহণ করেন। 
  সভায় সরকারী নির্দেশনা মেনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সময়ে দোকানে কেনাবেচা ও মসজিদে নামাজ আদায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
  সভা শেষে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসকসহ অন্যান্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বারের কাছে ২০টি পিপিই(পারসোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট) ও ১টি ডিজিটাল থার্মোমিটার হস্তান্তর করা হয়। এছাড়াও বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদার কাছে ১টি ডিজিটাল থার্মোমিটার হস্তান্তর করা হয়। 

পাংশায় কাজী আব্দুল মাজেদ একাডেমীতে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামূলক সভা
গোয়ালন্দে মহাসড়কের পাশে পৌরবর্জ্যর ভাগাড়॥মারাত্মক দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
নারুয়ায় চেয়ারম্যান জহুরুলের বাড়ীতে হামলা ও অগ্নিসংযোগ
সর্বশেষ সংবাদ