ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
পাংশার সাঁজুরিয়া থেকে অপহৃত শিশু মুরসালীনের ৩দিনেও সন্ধান মেলেনি
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৫-১৮ ১৫:০৯:৪৮

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির সাঁজুরিয়া গ্রামের কৃষক নবাব আলী মন্ডলের ৬বছর বয়সের শিশুপুত্র মুরসালীন অপহৃত হওয়ার ৩দিনেও সন্ধান মেলেনি। 

  ঘটনার পর থেকে পরিবারের লোকজন উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। পুলিশ অপহৃত শিশু মুরসালীন উদ্ধারসহ ঘটনার নেপথ্য উদঘাটনে তৎপর রয়েছে।

  জানা যায়, গত ১৬ই মে সকাল আনুমানিক ৭টার দিকে নিজ বাড়ীর পাশে (সরিষা-হোসেনডাঙ্গা বাজার সড়ক) পাকা রাস্তার উপর থেকে অপহৃত হয় শিশু মুরসালীন। 

  এ ঘটনায় নবাব আলী মন্ডল বাদী হয়ে অজ্ঞাত আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১২।

  সূত্র জানায়, হবিবর মন্ডলের তিন ছেলে- নবাব আলী (কৃষক), নজরুল(প্রবাসী) ও নাজিম(চাকুরীজীবী)। নবাব আলী আলী ৫/৬ বছর আগে পিতার বাড়ী থেকে ২শত গজ দূরে রাস্তার দক্ষিণে টিনশেড ওয়াল করে বসতঘর নির্মাণ করে বসবাস করছেন। নবারের ২টি পুত্র সন্তান- বড় ছেলের নাম নিরব(১২) ও ছোট ছেলের নাম মুরসালীন(৬)। নবাবের শ্বশুর বাড়ী কুমারখালীর মাজগ্রামে।

  নবাব আলী জানান, ঘটনার পরে এলাকায় মাইকিং করা ও আত্মীয়-স্বজনের বাড়ীতে খোঁজাখুঁজি করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত শিশু মুরসালীনের সন্ধান মেলেনি। শিশুপুত্র মুরসালীনের সন্ধান পেতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ