ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পাংশার সাঁজুরিয়া থেকে অপহৃত শিশু মুরসালীনের ৩দিনেও সন্ধান মেলেনি
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৫-১৮ ১৫:০৯:৪৮

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির সাঁজুরিয়া গ্রামের কৃষক নবাব আলী মন্ডলের ৬বছর বয়সের শিশুপুত্র মুরসালীন অপহৃত হওয়ার ৩দিনেও সন্ধান মেলেনি। 

  ঘটনার পর থেকে পরিবারের লোকজন উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। পুলিশ অপহৃত শিশু মুরসালীন উদ্ধারসহ ঘটনার নেপথ্য উদঘাটনে তৎপর রয়েছে।

  জানা যায়, গত ১৬ই মে সকাল আনুমানিক ৭টার দিকে নিজ বাড়ীর পাশে (সরিষা-হোসেনডাঙ্গা বাজার সড়ক) পাকা রাস্তার উপর থেকে অপহৃত হয় শিশু মুরসালীন। 

  এ ঘটনায় নবাব আলী মন্ডল বাদী হয়ে অজ্ঞাত আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১২।

  সূত্র জানায়, হবিবর মন্ডলের তিন ছেলে- নবাব আলী (কৃষক), নজরুল(প্রবাসী) ও নাজিম(চাকুরীজীবী)। নবাব আলী আলী ৫/৬ বছর আগে পিতার বাড়ী থেকে ২শত গজ দূরে রাস্তার দক্ষিণে টিনশেড ওয়াল করে বসতঘর নির্মাণ করে বসবাস করছেন। নবারের ২টি পুত্র সন্তান- বড় ছেলের নাম নিরব(১২) ও ছোট ছেলের নাম মুরসালীন(৬)। নবাবের শ্বশুর বাড়ী কুমারখালীর মাজগ্রামে।

  নবাব আলী জানান, ঘটনার পরে এলাকায় মাইকিং করা ও আত্মীয়-স্বজনের বাড়ীতে খোঁজাখুঁজি করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত শিশু মুরসালীনের সন্ধান মেলেনি। শিশুপুত্র মুরসালীনের সন্ধান পেতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ