ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের বসন্তপুরে র‌্যাবের অভিযানে সাড়ে ৩১ কেজি গাঁজাসহ ২মাদক ব্যবসায়ী ধৃত
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৫-২১ ১৫:৩২:৪০
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ২১শে মে ভোরে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়ক সংলগ্ন দেওয়ান হাইওয়ে রেস্তোরার সামনে অভিযান চালিয়ে সাড়ে ৩১ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

র‌্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গতকাল ২১শে মে ভোরে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়ক সংলগ্ন দেওয়ান হাইওয়ে রেস্তোরার সামনে অভিযান চালিয়ে সাড়ে ৩১ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

  গ্রেফতারকৃতরা হলো ঃ ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আরামবাগ চরকান্দা গ্রামের মৃত ওহাব হরকরার ছেলে আজাদ হরকরা(৩৩) ও একই এলাকার জাকির হরকরার ছেলে রানা হরকরা(২১)।

  র‌্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে দেওয়ান হাইওয়ে রেস্তোরার সামনে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীতে আটক করা হয়। 

  এ সময় তাদের কাছে থাকা সাড়ে ৩১ কেজি গাঁজা, ২টি সিম কার্ড, ২টি মোবাইল ফোন, মাদক বিক্রির ৪হাজার ৫শত টাকাসহ ১টি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

  পরে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার
 রাজবাড়ীতে ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ ও সড়কে দুর্ঘটনা রোধকল্পে মোবাইল কোর্টের তৎপরতা
রাজবাড়ীর পুলিশ সুপারের উদ্যোগে লাশ পরিবহনে বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু
সর্বশেষ সংবাদ