ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
ছুটির দিনেও দৌলতদিয়া ফেরী ঘাটে যাত্রীর চাপ
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৫-২১ ১৫:৩৩:১১
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও যাত্রী চাপ বৃদ্ধি পেয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাপ্তাহিক ছুটির দিনকে কেন্দ্র করে যাত্রী চাপ বৃদ্ধি পেয়েছে। 

  ঈদ শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চালের মানুষ ঈদের পরদিন হতেই ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে কর্মস্থলে ফিরছে। গতকাল ২১শে মে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেকে ফিরছেন গ্রামের বাড়িতে।

  এতে দৌলতদিয়া ঘাটে উভয়মুখী যাত্রী চাপ বৃদ্ধি পেয়েছে। যাত্রীর চাপের সাথে ছোট ছোট গাড়ির ভিড় দেখা গেছে। কিন্তু দৌলতদিয়া ঘাটে কোন প্রকার যানজট দেখা যাইনি।

  করোনার কারণে সরকার ঘোষিত লকডাউনে দূরপাল্লার পরিবহন চলাচল না করায় ভেঙ্গে ভেঙ্গে বাড়তি ভাড়া দিয়ে ভোগান্তি নিয় গন্তব্যে পৌছাচ্ছে সাধারণ মানুষ। তাছাড়া লঞ্চ চলাচল বন্ধ থাকায় সকাল থেকে যাত্রীরা হুমড়ি খেয়ে ফেরীতে উঠছেন। যাত্রীর পাশাপাশি মোটর সাইকেল, প্রাইভেট কারসহ মাইক্রোবাস ছিলো চোখে পড়ার মত।

  করোনায় লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে এসে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে মোটর সাইকেল, মাইক্রোবাসসহ বিভিন্ন ক্ষুদ্র যানবাহনে। ভেঙ্গে ভেঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে যেতে যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।

  বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ফিরোজ শেখ বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলে ১৬টি ফেরী চালু রয়েছে। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ