ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে বাংলাদেশ মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৫-২২ ১৪:২৪:৫৮
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ২২শে মে সন্ধ্যায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে কেক কেটে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

  গতকাল ২২শে মে সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।

  এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এডঃ সফিকুল হোসেন। এ সময় পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফজলুল হক আবু, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক ফয়জুর রহমান, যুগ্ম-আহ্বায়ক আব্দুর রশিদ, সদস্য সচিব খলিলুর রহমান, সদস্য এনামুল হক সজিব, সদর উপজেলা শাখার আহ্বায়ক শাকিল সরদার, সদস্য সুমন মন্ডল, ইয়াছিন শেখসহ জেলা, উপজেলা ও পৌর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ