অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল মিষ্টি তৈরী করে বিক্রির দায়ে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজারের আজিম সুইটসকে ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
একইসাথে মানুষের খাবারের অনুপযোগী ১ মণ ভেজাল কালোজাম ও তিন কেজি জিলাপী ধ্বংস করা হয়েছে।
গতকাল ২২শে মে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ।
জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামাণিক ও সদর থানার পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ বলেন, বসন্তপুর স্টেশন বাজারের আজিম সুইটসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল মিষ্টি তৈরী করে বিক্রির দায়ে ওই দোকানের মালিক আজিম শেখকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে মানুষের খাবারের অনুপযোগী ১মণ ভেজাল কালোজাম ও তিন কেজি জিলাপী জনসম্মুখে ধ্বংস করা হয় এবং ভবিষ্যতে এই ধরণের অপকর্ম না করার জন্য সতর্ক করা হয়।
জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ।
স্থানীয়রা জানান, বসন্তপুর স্টেশন বাজারের আজিম সুইটসের মালিক আজিম শেখ অন্তত ২০ বছর ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল মিষ্টি তৈরী করে বিক্রি করে আসছে। মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালালেও নিয়মিত তদারকি না থাকায় সে বছরের পর বছর এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। আজিম শেখ যাতে আর মানুষের কাছে ভেজাল মিষ্টি বিক্রি করতে না পারে এরজন্য ওই দোকানকে নিয়মিত তদারকির আওতায় রাখার দাবি স্থানীয়দের।