স্বাস্থ্য অধিদপ্তরের ‘ত্রিরত্ন’ নামে পরিচিত সেই দুর্নীতিবাজ কর্মচারী সিন্ডিকেটের অন্যতম হোতা মোঃ দেলোয়ার হোসেন এখন রাজবাড়ী জেলা সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা।
দীর্ঘ ১বছর আগে এখানে যোগদান করার পর থেকেই তিনি মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত। মাসে একবার এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান তিনি ঢাকাতে। হাসপাতালের অনেক কর্মকর্তা-কর্মচারীও তাকে চেনেন না।
২০১৯ সালে স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাকাউন্টস অফিসার আবজাল হোসেন দুদকের জালে ধরা পড়ায় সামনে আসে তার দুই ঘনিষ্ঠ সহযোগী কাফি ও দেলোয়ারের নাম। ওই সময়ে প্রশাসনিক কর্মকর্তা(এও) পদে কাফি মুগদা জেনারেল হাসপাতালে আর দেলোয়ার হোসেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন। এ তিন দুর্নীতিবাজ কর্মচারী স্বাস্থ্য অধিদপ্তরে ‘ত্রিরত্ন’ নামে পরিচিত।
স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মচারীর তালিকায় দুদক ও গোয়েন্দা অনুসন্ধানে নাম প্রকাশ হওয়ায় মোঃ দেলোয়ার হোসেনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা পদে বদলী করা হয়। ২০২০ সালের ১লা এপ্রিল তিনি রাজবাড়ীতে এসে যোগদান করেন।
বিভিন্ন সূত্র জানায়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে মোঃ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের(দুদকের) অনুসন্ধান চলমান রয়েছে।
তিনি রাজবাড়ী জেলা সদর হাসপাতালে যোগদান করার পর থেকেই এখানে অফিস না করেই বেতন-ভাতা উত্তোলন করে থাকেন।
অভিযোগ উঠেছে, প্রশাসনিক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন মাসে একবার এসে হাজিরা খাতায় মাসের অবশিষ্ট কর্মদিবসের স্বাক্ষর করে আবার চলে যান। হাসপাতালে নিয়ম অনুযায়ী চিকিৎসক ও কর্মচারীদের জন্য দুটি আলাদা হাজিরা খাতা থাকলেও মোঃ দেলোয়ার হোসেন তার নিজের একার জন্য একটি পৃথক হাজিরা খাতা তৈরি করেছেন। যেটা তিনি তার নিয়ন্ত্রণে রেখে ইচ্ছা মতো স্বাক্ষর করেন। যোগদানের পর তিনি রাজবাড়ী হাসপাতালেও একটি দুর্নীতির সিন্ডিকেট তৈরী করেছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাসের প্রত্যক্ষ সহযোগিতায় তিনি মাসের পর মাস কর্মস্থলে অনপস্থিত থেকে নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করলেও তার বিরুদ্ধে প্রশাসনিক কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তার এ কাজের অপর সহযোগি হাসপাতালের ক্যাশিয়ার সুদীপ সরকার।
অভিযোগ রয়েছে, করোনাকালীন সময়ে জেলা হাসপাতালে অধিদপ্তর থেকে আসা বিভিন্ন খাতের বরাদ্দ ও কেনাকাটা আলোরমুখ দেখেনি। হাসপাতালের তত্ত্বাবধায়ক, প্রশাসনিক কর্মকর্তা ও ক্যাশিয়ারই এসব দেখভাল করেন। শুধুমাত্র ২/১টি জাতীয় দিবস উদযাপনে কিছু কিছু বরাদ্দ ফটোসেশন ও ফুলের তোড়া তৈরীতে ব্যয় দেখানো হয়।
তথ্য অনুসন্ধানে প্রকাশ, একজন সাধারণ কর্মচারী হয়েও প্রশাসনিক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন চড়েন দামি দামি গাড়িতে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৯ই ও গতকাল ২৩শে মে প্রাইভেট কারে(ঢাকা-মেট্রো-গ-৩৭-৫১০৬) ঢাকা থেকে বেলা ১১টার দিকে হাসপাতালে আসেন এবং হাজিরা খাতা স্বাক্ষর করে বেলা আড়াইটার দিকে হাসপাতাল ত্যাগ করেন। উক্ত গাড়ীতে “কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ঢাকা সেনানিবাস” লেখা স্টিকার ব্যবহার করে তিনি চলাফেরা করেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাসের কাছে প্রশাসনিক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত থেকে কিভাবে বেতন-ভাতা গ্রহণ করে ও হাজিরা খাতায় স্বাক্ষরের বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তোর দিতে পারেন নি। সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তিনি হাসপাতালে করোনাকালীন সময়ে বরাদ্দ ব্যয়ে কোন অনিয়ম ও দুর্নীতি হয়নি বলে দাবী করেন।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালে গিয়ে প্রশাসনিক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে তার বক্তব্য জানতে মোবাইলে অনেক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।