ঢাকা বৃহস্পতিবার, মে ১, ২০২৫
পাংশার হাবাসপুর ইউনিয়নে মিতুল হাকিমের দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৫-০৭ ১৬:০৮:৫৮
করোনা ভাইরাস সংকটের কারণে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের দরিদ্র অসহায় ১হাজার পরিবারের মধ্যে গতকাল ৭ই মে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের পুত্র ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিমের পক্ষে পুনরায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় -মাত

করোনা ভাইরাস সংকটের কারণে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের দরিদ্র অসহায় ১হাজার পরিবারের জন্য পুনরায় ত্রাণ সামগ্রী প্রদান করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের পুত্র ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিম। 
  হাবাসপুর ইউনিয়নের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই ত্রাণ সামগ্রী বাড়ী বাড়ী গিয়ে পৌঁছে দিচ্ছেন। গতকাল ৭ই মে হাবাসপুর ইউনিয়নের গোপালপুর আদিবাসী পাড়া, কাচারী পাড়া ও চর আফড়া এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় হাবাসপুর ইউনিয়ন যুবলীগের নেতা মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ জহুরুল হক সবুজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, শেখ সুজন, তুহিন মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য, এর আগে গত ৫ই মে হাবাসপুর এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

 

সুলতানপুরে ড্রেজার দিয়ে পুকুরের মাটি কাটায় ধ্বংস হচ্ছে সড়ক॥ভাঙ্গনে প্রতিবেশীদের জমি
পাংশার মাছপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহম্মেদকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
গোয়ালন্দের পদ্মা নদী থেকে মাথা বিহীন মরদেহ উদ্ধারের ঘটনায় ১জন গ্রেফতার
সর্বশেষ সংবাদ