ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলার ২৫টি দরিদ্র পরিবারের জীবিকা নির্বাহের উপকরণ দিলেন ডিসি
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৫-২৯ ১৪:৪৮:০৫
মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ২৯শে মে হতদরিদ্র ২৫টি পরিবারের জীবিকা নির্বাহের জন্য ৪টি রিক্সা, ১১টি ভ্যান গাড়ি ও ১০টি সেলাই মেশিন বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলার হতদরিদ্র ২৫টি পরিবারের জীবিকা নির্বাহের জন্য ৪টি রিক্সা, ১১টি ভ্যান গাড়ি ও ১০টি সেলাই মেশিন বিতরণ করেছেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। 

  গতকাল ২৯শে মে বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী অফিসার্স ক্লাব চত্বর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে এগুলো বিতরণ করা হয়। 

  এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক ও আইসিটি) মোঃ মাহাবুর রহমান শেখ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হেদায়েত আলী সোহরাবসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ। 

  হতদরিদ্র পরিবারগুলো জীবিকা নির্বাহের উপকরণ পেয়ে জেলা প্রশাসককে ধন্যবাদ জানান। 

  উপকরণ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়তে হলে হতদরিদ্র মানুষের কাজের সুযোগ করে দিতে হবে। তাহলেই দেশ হবে ক্ষুধামুক্ত। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের ঐচ্ছিক তহবিলের অর্থে আজকে ৪টি রিক্সা দিলাম, ১১টি ভ্যান ও ১০টি সেলাই মেশিন দেওয়া হলো। এই উপকরণের সঠিক ব্যবহারের মাধ্যমে উপকারভোগী পুরুষ ও নারীরা জীবিকা নির্বাহ করতে পারবে।

  তিনি আরো বলেন, এরআগেও ১২টি রিক্সা দিয়েছি এবং ভবিষ্যতেও বিতরণ করা হবে। 

 পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের বাণী
রাজবাড়ী জেলার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সকলের ঐকান্তিক প্রচেষ্টা দরকার----জেলা প্রশাসক
সর্বশেষ সংবাদ