ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দৌলতদিয়া ইউনিয়নে আসন্ন অর্থ বছরের বাজেট ঘোষণা
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৫-৩১ ১৪:৫২:২৫
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে গতকাল সোমবার বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে আসন্ন ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

  গতকাল সোমবার বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদের চত্ত্বরে উন্মুক্ত এ বাজেট ঘোষণা করা হয়। 

  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলের সভাপতিত্ত্বে বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী। 

  সভায় বক্তব্য রাখেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জামাল হোসেন মোল্লা, আঃ রহিম বিডিআর, আব্দুস সালাম মৃধা, ডাঃ নাসির উদ্দিন ও শাহজাহান মোল্লা প্রমূখ। সভা সঞ্চালনা করেন স্কুল শিক্ষক  মোঃ আলিম উদ্দিন ফকির। এ সময় পরিষদের নারী ও পুরুষ সদস্যরা ছাড়াও ইউনিয়নের কয়েকশ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।    ইউপি সচিব তৈয়বুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ কোটি ৬ লক্ষ ২৯ হাজার ৩০০ টাকার এ বাজেট ঘোষণা করেন।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ