ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
রাজবাড়ী জেলায় সংক্রমণ বাড়ছে নতুন ১৬জনের করোনা শনাক্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৬-০২ ১৪:৫১:২৯

রাজবাড়ী জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত কয়েক দিন শনাক্তের হার কম থাকার পর ফের বাড়তে শুরু করেছে করোনা রোগী।  

  গতকাল ২রা জুন বিকালে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বিষয়টি নিশ্চিত করেন।

  সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, গতকাল ২রা জুন র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ১৮টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৫জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। এরআগে গত ২৯ ও ৩০শে মে আরটিপিসিআরের মাধ্যমে ৮৪টি নমুনা পরীক্ষার জন্য ঢাকাতে পাঠানো হয়। আজকে তাদের রিপোর্ট হাতে পেয়েছি। তার মধ্যে ১১জনের করোনা পজিটিভ। 

  শুরু থেকে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৪১৬৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪০৭৮ জন। তার মধ্যে থেকে মৃত্যুবরণ করেছে ৩৭ জন।

  এ জেলাতে ২০২০ সালের ৭ই এপ্রিল রাজবাড়ী জেলায় প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। এরপর থেকে গতকাল ২রা জুন পর্যন্ত মোট ৪ হাজার ১৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২ হাজার ৩৪০ জন, পাংশায় ৮৮৩ জন, কালুখালীতে ২৬৮ জন, বালিয়াকান্দিতে ৩৫০ জন ও গোয়ালন্দ উপজেলার ৩২৬ জন। তার মধ্যে থেকে সুস্থ হয়েছে ৪ হাজার ৭৮ জন। করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি আছে ১জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ৫১ জন। 

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ